সাধারণ নির্দেশিকা

মানব জীবনে বিয়ে একটি পবিত্র গুরুত্বপূর্ণ জীবনের অন্যতম একটি অংশ।বর্তমানে সবকিছুই অনলাইন ভিত্তিক ও সবাই অনলাইনে যুক্ত। তাই পাত্র-পাত্রী খুঁজার বিষয়টিও অনলাইনে নিয়ে আসলাম।অনলাইন ও বাস্তব জীবন সম্পূর্ন ভিন্ন বিষয়।অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপনার পছন্দের জীবন সঙ্গিনীকে অতি সহজে খুঁজে বের করার একটা সেরা মাধ্যম।তারপরও আপনাকে বাস্তবে সরাসরি পাত্র-পাত্রীর খুঁজ নিতে হবে ও যাচাই-যাচাই করতে হবে।তবে আমাদের ওয়েবসাইটে প্রতিটি ডাক্তার পাত্র-পাত্রীর বায়োডাটা যাচাই-বাচাই করে এপ্রোভ করা হয় ও যারা BMDC নং সাবমিট দেয়(এডমিন শুধু দেখতে পার) সেটা BMDC ওয়েবসাইটে চেক করে সত্যিকারের ডাক্তার হয়ে থাকলেই বায়োডাটা এপ্রোভ করে থাকি ও ভেরিফাই করা হয়।

 

আমাদের সাইটের পাত্র-পাত্রীর বায়োডাটা পছন্দ হবার পর এডমিনকে What’s App করবেন ঐ পাত্র-পাত্রীর বায়োডাটার লিংক কপি করে এডমিনকে দিবেন।তারপর পাত্র-পাত্রীর তৈরি করা প্রফেশনাল CV এডমিনের মাধ্যমে আদান-প্রদান করা হবে।এখানে পাত্র-পাত্রীর পছন্দের ১ম ধাপ হলো বায়োডাটা পছন্দ করা,পাত্র-পাত্রীর উভয়ের বায়োডাটা পছন্দ হলে তারপর ২য় ধাপ হবে ছবি পছন্দের বিষয়টি।উভয়ের ছবি পছন্দ হবার পর তারপর একে-অপরের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।তারপর ৩য় ধাপ হবে পাত্র-পাত্রীর  বাড়িতে গিয়ে পরিবারের সাথে সরাসরি কথা বলে পাত্র-পাত্রীকে সরাসরি দেখবে ও উভয় পরিবারের মত বিনিময় ও আলোচনা হবে।পাত্রী-পাত্রী সম্পর্কে খুঁজ-খবর, যাচাই-বাচাই আপনারা নিজ দায়িত্বে করবেন।

 

পাত্র-পাত্রীকে যাচাই-বাচাই করার সেরা কিছু মাধ্যম হলো প্রথমে তার এলাকার মানুষদের কাছে তার সম্পর্কে জানবেন।তারপর হলো তার শিক্ষা-প্রতিষ্ঠান থেকে যাচাই-বাচাই করতে পারেন তারপর হলো তার কর্মস্থল থেকে যাচাই-বাচাই করতে পারেন।পাত্র-পাত্রী যাচাই-বাচাই করার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের কোনো ভূমিকা নাই,এগুলো পাত্র-পাত্রীর নিজেদের কাজ।তারপর সবকিছু ঠিক-ঠাক থাকলে আপনার পছন্দ হলে বা আপনার পরিবারের পছন্দ হলে বিয়ের জন্য প্রস্তুুতি নিবেন ও সফল বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করবেন।বিয়ের বিষয়টি অবশ্যই এডমিনকে জানাতে হবে ও হাদিয়া-সম্মানীর বিষয়টি অবশ্যই সম্পূর্ন করতে হবে তা না হলে এডমিনের কাছে পাত্র-পাত্রী দায়ী থাকবে।

 

এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো ধাপ অতিক্রম করার পর বিয়ে সম্পূর্ন করা হচ্ছে!এই প্রসেসের কোনো একটি অপছন্দ হলেই তখন কিন্তুু আর সফল বিয়ে পর্যন্ত পৌছাচ্ছে না।



আমাদের ওয়েবসাইটের বায়োডাটা পছন্দেন পর What’s App এ তাদের প্রফেশনাল বিয়ের CV দেখানের পর ও ছবি দেখানোর পর সবকিছু পছন্দ হবার পর পাত্র-পাত্রীকে একে-অপরের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।যোগাযোগ করানোর পর পাত্র-পাত্রী যদি প্রেম-পিরিতি-ভালোবাসা বা অশ্লীল কাজ-কর্মে লিপ্ত হয় বা টাইম পাস,চ্যাটিং-ড্যাটিং, ঘুরা-ঘুরি ইত্যাদি করে থাকে এবং অবশেষে প্রতারণার স্বীকার হয় সেক্ষত্রে আমাদের ওয়েবসাইট বা এডমিন দায়ী থাকবে না।সবকিছু পছন্দ হবার পর একে অপরের পরিবারের সাথে সরাসরি আলোচনা ও কথা-বার্তা বলে যাচাই-বাচাই করে উভয় পরিবার পারিবারিকভাবে বসবেন ও আলোচনা করবেন।

আমাদের ওয়েবসাইটে দেওয়া পাত্র-পাত্রীর বায়োডাটার তথ্য ঠিক আছে কিনা সেটা পাত্রী-পাত্রী যাচাই করবে ও পাত্র-পাত্রীর ব্যক্তি জীবনও যাচাই-বাচাই করবে।



এই দিক-নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ রইল আমাদের Doctor’s Matrimony BD.Com এর পক্ষ থেকে।সর্বপোরি পাত্র-পাত্রীর জন্য শুভ কামনা,দোয়া ও ভালোবাসা রইল।আমাদের মাধ্যমে যেন আপনার সফল বিবাহ হয় সেটা আল্লাহ কবুল করুক,আমিন।