আমাদের সম্পর্কে
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
আসসালামু আলাইকুম….
আমি আসাদুল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ Doctor’s Matrimony BD.Com প্রতিষ্ঠা করেছি ৫ ই ডিসেম্বর ২০২৫ ইং।আমার মা Stomach ক্যান্সারে ইন্তেকাল করেছেন ৫ ই ডিসেম্বর ২০২৩ ইং। আলহামদুলিল্লাহ, এমবিবিএস ফাইনাল বর্ষে থাকা অবস্থায় ডাক্তার সমাজদের জন্য এরকম একটি ম্যাট্টিমনি প্রতিষ্ঠা করতে পেরে কোটি শোকরিয়া।
ডাক্তার সমাজের পাত্র-পাত্রীর বিয়েকে অতি সহজ-সুন্দর,সৎ ও বিশ্বস্ত একটা প্লাটফর্ম এই সময়ে খুব বেশি দরকার ছিলো আর সেটাই আমি ২০২৩ সালে পরিকল্পনা করে রেখেছিলাম।অবশেষে আমার কল্পনার বাস্তব রূপ দিতে পারলাম আলহামুদলিল্লাহ।অনেক কষ্ট,পরিশ্রম,যাচাই-বাচাই ও অজস্র দিন-রাতের নির্ঘুমের ফলে লাখ টাকা খরচ করার মাধ্যমে আজকের এই ওয়েবসাইট।
বাংলাদেশের একমাত্র সৎ ও বিশ্বস্ত বৃহত্তম ডাক্তারদের ম্যাট্টিমনি প্লাটফর্ম এটি।।ডাক্তারদের বিয়ে বিষয়ে কেউ কাজ করে না আর যেগুলো আছে সেগুলো ভুয়া/প্রতারক এবং ম্যারেজ মিডিয়া ঘটক যেগুলো সেগুলো ডাক্তার পাত্র-পাত্রীর বিয়ের বায়োডাটা পেলেই মোটা অঙ্কের অগ্রিম টাকা নেয় ও বিয়ের পরও নেয় প্রায় ৫০ হাজার থেকে লাখ টাকার মতো।ডাক্তার সমাজ যেন প্রতারিত না হয় ও সঠিক একটা বিশ্বস্ত্ব প্লাটফর্ম খুঁজে পায় সেটার জন্যই আমি ডাক্তারদের ম্যাট্টিমনি প্রতিষ্ঠা করলাম।আল্লাহ তায়ালা আমার এই প্লাটফর্মকে কবুল করুক।মেডিকেল ৫ম বর্ষের ছাত্র থাকা অবস্থায় আমি এই বিশাল বড় কাজের দায়িত্ব একাই হিম্মত করে করলাম।চরম পর্যায়ের ফেতনা-ফসাদের দাজ্জালীয়াতের এই যুগে বিয়ে যে কতটা কঠিন ও কষ্টের সেটা বিয়ের মাঠে যারা আছে তারাই বুজে।যেখানে পোরা দেশ জুড়ে প্রতিটি শহরের অলিতে-গলিতে লাল-নীল-হলুদ কার্ডের ছড়াছড়ি আবাসিক হোটেলে কার্ডের মাধ্যমে যিনা-ব্যাভিচারের জন্য ডাকতেছে এবং অনলাইন-অফলাইনে হারাম প্রেম-পিরিতি-ভালোবাসা,চ্যাটিং-ড্যাটিং,অল্লীলতা ও শারীরিক সম্পর্ক অহরহ আর সেখানে আমি ফরজ কাজের মতো হালাল একটা বিষয় বিয়ের জন্য ডাকতেছি।বর্তমানে সবকিছুই অনলাইন ভিত্তিক তাই এই অনলাইনকে কাজে লাগিয়ে বিয়েকে আরো সহজ-সুন্দর ও পাত্র-পাত্রীর খুঁজার একটা সেরা মাধ্যম মনে করি।সেখান থেকেই আমার মতো নগন্য ক্ষুদ্র মেধার এই বান্দার এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক।যে দায়িত্ব নিজের উপর নিয়েছি সেটা এক বিশাল বড় দায়িত্ব।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলতেছেন,”তোমরা পরস্পরকে নেক কাজ ও তাকওয়ার জন্য সহায্য করবে।” (সূরা মায়িদাহ আয়াত:২)
আশা করি ডাক্তার কমিউনিটিকে সর্বাত্মক সেরা সার্ভিস ও সহযোগিতা করতে পারব ইনশাআল্লাহ।সেই সাথে আপনারও আপনাদের বন্ধু-বান্ধব ও ডাক্তার সমাজের সাথে আমাদের সকলের প্রিয় ম্যাট্টিমনি সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়ে ডাক্তার পাত্র-পাত্রী খুঁজা ও বায়োডাটা তৈরির সুযোগ করে দেওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগ
সরাসরি WhatsApp-এ যোগাযোগ করুন:
Asadullah
Raipura, Narsingdi, Bangladesh
MBBS Session: 2020-21
Founder-Chairman, MD, Directorate Head, Owner, CEO, Consultant
Doctor’s Matrimony BD, Doctor Consultancy,
and Asadullah TV.BD
Founder Member & Director:
Narsingdi Helth Services & Research Center
Narsingdi Medical College Hospital
Phone: +880 1568-318976
Email: drasadullahmedicalconsultant@gmail.com